হাতির দাপটে আতঙ্ক বাঁকুড়ার বিভিন্ন এলাকায় , বসতবাড়িতে হানা

25th June 2020 4:22 pm বাঁকুড়া
হাতির দাপটে আতঙ্ক বাঁকুড়ার বিভিন্ন এলাকায় , বসতবাড়িতে হানা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : রাত হলেই একরাশ আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জ এলাকার জঙ্গল লাগোয়া চন্দনপুর, পিড়রাবনি, কাওলিয়া, বৃন্দাবনপুর, বড়কুড়া, রাওতোড়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে।  সন্ধ্যে নামলেই বেশ কয়েকটি শাবক সহ ২৪ টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছে এলাকা জুড়ে। ইতিমধ্যে চাষাবাদের ব্যপক ক্ষতির পাশাপাশি গ্রামে থাকা ধানের আড়ৎ, বাড়ি ঘর, দোকান পাট ঐ হাতির দলটির আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। সাম্প্রতিক সময়ে জঙ্গলে খাবার কমে যাওয়ার কারণেই বার বার গজরাজের দল গ্রামে ঢুকে তাণ্ডবলীলা চালাচ্ছে বলে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা মনে করছেন।
    বৃহস্পতিবার ঐ এলাকায় গিয়ে দেখা গেল, বেশ কয়েকটি বাড়ি হাতির আক্রমণে ভেঙ্গে পড়েছে। দোকান, ধানের আড়তের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে মজুত থাকা খাদ্যশস্য খেয়ে ফেলেছে। এই অবস্থায় গ্রামবাসীরা হাতির দলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবী জানাচ্ছেন।  স্থানীয় বনাধিকারিক এবিষয়ে বলেন, হাতির দলটিকে কোনমতেই সরানো যাচ্ছেনা। তবে সেই চেষ্টা চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তরা প্রত্যেকেই সরকারী নিয়মানুযায়ী ক্ষতিপূরণ পাবেন বলে তিনি জানান।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।